BRAKING NEWS

সন্তোষ ট্রফিতে এন্ট্রি বিহীন ত্রিপুরা ৭ ফুটবলার সাসপেন্ড, ৮ জনকে শোকজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর।। ফুটবলাররা অ-খেলোয়াড় সুলভ আচরণের দায়ে এক বছরের জন্য টি এফ এ-র কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। ‌ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনেও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মাথা হেট হয়েছে। এ বছর সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল টুর্নামেন্টে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এন্ট্রি নিতে পারিনি। একদিকে ফুটবলারদের অসহযোগিতা, অপরদিকে টিম তৈরির বিলম্বের কারণে, এন্ট্রির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর যথারীতি অতিক্রান্ত হয়েছে। স্বাভাবিক কারণে এবারকার সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল আসরের ক্রীড়া সূচিতে ত্রিপুরার নাম থাকছে না। এদিকে, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সন্তোষ ট্রফি জাতীয় ফুটবলের জন্য রাজ্য দল গঠনের উদ্দেশ্যে প্রাথমিক বাছাইকৃত ২২ জন ফুটবলারকে সিলেকশন ট্রায়ালে ডাকা হলেও সাত জন ফুটবলার কোনও রকম কারণ দর্শানো ব্যতিরেকে রিপোর্ট করেননি। এমনকি যে-কোনোও উপায়ে কিছু উত্তর পাঠানোর প্রয়োজনও বোধ করেননি। স্বাভাবিক কারণে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ ওই সাতজন ফুটবলারের প্রতি এতটাই ক্ষুব্ধ হয়েছে যে, আগামী এক বছরের জন্য তাদেরকে একপ্রকার টুর্নামেন্ট থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, মাঠে রিপোর্ট করা ১৫ জন ফুটবলারের মধ্যে আটজন ফুটবলার সিলেকশন ট্রায়াল ক্যাম্পে অনিয়মিত উপস্থিতি থেকে একদিকে অসহযোগিতার ইঙ্গিত দিয়েছেন, অপরদিকে অন্যত্র বিভিন্ন খেপ খেলার মধ্যে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন। এ ব্যাপারেও টিএফএ এই আটজনের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উত্তর চেয়ে শো-কজ নোটিশ পাঠাবে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী দূরাভাষে ব্যক্ত করেছেন। সিদ্ধান্তসমূহ কার্যকর করার উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *