দেশের ১২তম ফিশারিজ কলেজ হিসাবে কলেজ অব ফিশারিজ উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ব্যাপকভাবে উপকৃত করেছে : সুশান্ত

আগরতলা, ৩ অক্টোবর : দেশের ১২তম ফিশারিজ কলেজ হিসাবে কলেজ অব ফিশারিজ উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ব্যাপকভাবে উপকৃত করেছে। আজ লেম্বুছড়াস্থিত মর্যাদাপূর্ণ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ অব ফিশারিজ এর ‘রজত জয়ন্তী উৎসব’ অনুষ্ঠানে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চেধুরী বলেন, কলেজ অব ফিশারিজ প্রতিষ্ঠার পর থেকে কলেজটি রাজ্যের পাশাপাশি অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলির মৎস্য উন্নয়নের চাহিদা পূরণে সর্বদা অগ্রণী ছিল। একটি একাডেমিক ইনস্টিটিউট হিসাবে কলেজটি মানসম্পন্ন শিক্ষা প্রদান এবং মৎস্য খাতে উন্নয়ন করার জন্য মানবসম্পদ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে । কলেজের তিনজন ছাত্র ২০১৩, ২০১৬ এবং ২০১৯ সালে তিনবার আইসিএআর-জেআরএফ পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছে।

এদিন তিনি বলেন, এই অঞ্চলের মৎস্য চাষের উন্নয়নে দরিদ্র চাষীদের জন্য মূল গবেষণা এবং প্রযুক্তি-সহায়ক অনুশীলন তৈরিতে কলেজের দৃষ্টিভঙ্গিও প্রশংসিত। বর্তমানে এই ক্যাম্পাসে চলমান বেশ কয়েকটি প্রকল্প রাজ্যের বেশ কয়েকজন মৎস্য চাষিকে সরাসরি উপকৃত করছে। এই কেন্দ্রীয় কলেজ অব ফিশারিজ এর ব্যাপক প্রচার ও প্রসারের ক্ষমতা গোটা উত্তর-পূর্ব ভারতের মাছ চাষি, গ্রামীণ যুবক, উদীয়মান উদ্যোক্তাদের ক্ষমতায়নের উপর ফোকাস করে।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিবর্তনশীল কৃষি-জলবায়ু ব্যবস্থা এবং বিভিন্ন পরিবেশগত, আর্থ-সামাজিক কারণ বিবেচনা করে, এই অঞ্চলের কৃষকরা ও মৎস্য চাষীরা এই অঞ্চলের চাহিদা পূরণের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন। তাই জাতীয় গড়ের তুলনায় মাছের উৎপাদনশীলতা কম থাকে।