নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৩ অক্টোবর : প্রয়াত সাংবাদিক, সোনামুড়া প্রেস ক্লাবের অন্যতম সদস্য আব্দুল সাত্তারের স্মরণে মঙ্গলবার সোনামুড়া প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা। সোনামুড়া টাউন হলে আয়োজিত “স্মরণে সাংবাদিক সাত্তার ” শিরোনামে আয়োজিত স্মরণসভায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব প্রয়াতের স্মৃতিচারণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক মানিকলাল দাস, সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস -চেয়ারপার্সন শাহজাহান মিয়া, ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুনীল দেবনাথ, জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কার্যকরী কমিটির সদস্য মাহাবুব আলম, সিপাহীজলা জেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত, সোনামুড়ার বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী, দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক, প্রয়াত সাংবাদিকের স্ত্রী নাসরিন আক্তার লিজা, বড় ভাই সিদ্দিক মিয়া প্রমুখ। এদিনের স্মরন সভার সভাপতিত্ব করেছেন সোনামুড়া প্রেসক্লাবের সভাপতি বিপ্লব চক্রবর্তী।
স্মরণসভায় প্রারম্ভিক আলোচনা করেন সোনামুড়া প্রেসক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন। বরিষ্ঠ সাংবাদিক তথা দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক আলোচনা করতে গিয়ে সাত্তার’কে গুণী ও নির্ভিক সাংবাদিক হিসেবেই অভিহিত করেন। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেছেন আব্দুল সাত্তার শাসক -বিরোধী উভয় পক্ষের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে তার সংবাদিকতার কাজে নিরপেক্ষতার পরিচয় রেখে গেছেন। সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস -চেয়ারপার্সন শাহজাহান মিয়া বলেছেন প্রায়ত আব্দুল সাত্তার তার সংবাদের মাধ্যমে সোনামুড়ার কোথায় কি সমস্যা তা তুলে ধরে উন্নয়নের কাজকে তরান্বিত করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্যী ,রাকেশ দাস প্রমুখ। উল্লেখ্য গত ২০শে আগস্ট প্রায় দেড় বছরের রোগভোগের পর প্রয়াত হয়েছিলেন দৈনিক সংবাদে কর্মরত সোনামুড়ার সাংবাদিক আব্দুল সাত্তার।

