আগরতলা/শান্তিরবাজার, ২ অক্টোবর: ত্রিপুরায় জনজাতি-দের মধ্যে হজাগিরি নৃত্য খুবই জনপ্রিয়। ২০২১ সালে ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরষ্কার পেয়েছেন হজাগিরি নৃত্যশিল্পী সত্যরাম রিয়াং। আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ সকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা গভীরভাবে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও সাংসদ বিপ্লব কুমার দেব ভীষণভাবে মর্মাহত হয়েছেন। এদিকে তাঁর প্রয়াণের খবর শুনে বাসভবনে ছুটে গিয়েছিলেন ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির নেতৃত্বরা।
প্রসঙ্গত, দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজারের বাসিন্দা ছিলেন সত্যরাম রিয়াং। তাঁর বয়স ৮৫ বছর। হজাগিরি নৃত্যের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ওই স্কুলে তিনি তরুণদের হজাগিরি নৃত্যকলা নিয়ে শিক্ষাদান করছেন। দেশে ও বিদেশে হজাগিরি নৃত্য-কে রক্ষায় ও উন্নতির প্রশ্নে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তাঁর এই অসামান্য অবদানের জন্য ভারত সরকার সত্যরাম রিয়াং-কে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার দিয়ে ভূষিত করেছিলেন। আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন।
তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববাসীর সামনে রাজ্যের জনজাতি লোকনৃত্য হজাগিরিকে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অনন্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বরের কাছে বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন এবং পরিবার-পরিজন ও অগণিত গুণমুগ্ধদের বিয়োগ-ব্যথা সহ্য করার শক্তি প্রদানের প্রার্থনা করেছেন।
সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার সংস্কৃতি বিজড়িত ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্যের অন্যতম পথিকৃত ছিলেন পদ্মশ্রী সত্যরাম রিয়াং। জাতীয়, সর্বোপরি আন্তর্জাতিক ক্ষেত্রেও ত্রিপুরার লোকসংস্কৃতির ব্যাপ্তিতে রাজ্যের গর্ব এই প্রবাদ প্রতিম শিল্পীর অবদান শ্রদ্ধার সাথে প্রত্যেকের হৃদয়ে থেকে যাবে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্যের প্রবাদ প্রতিম শিল্পীর পদ্মশ্রী সত্যরাম রিয়াং -এর প্রয়াণে গভীরভাবে মর্মাহত হয়েছেন। তিনি ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করছেন এবং তাঁর পরিবার-পরিজন বিয়োগ-ব্যথা সহ্য করার শক্তি প্রদানের প্রার্থনা জানিয়েছেন।
এদিন তিনি বলেন, রাজ্যের ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্যের বিকাশে এবং বিশ্ব দরবারে এই নৃত্যকে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান রাজ্যবাসী চিরকাল মনে রাখবে।
এদিকে তাঁর খবর শুনে বাসভবনে ছুটে গিয়েছিলেন ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির নেতৃত্বরা। বিধায়ক প্রমোদ রিয়াং কাজের জন্য রাজ্যের বাইরে রয়েছেন। তাই উনার অনুপস্থিতিতে প্রয়াত সত্যারাম রিয়াং এর পরিবারের পাশে দারালেন ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির নেতৃত্ববৃন্দরা। এদিন মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপির দক্ষিন জেলার কিষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপির দক্ষিন জেলার ওবিসি মোর্চার সভাপতি দুলাল দেবনাথ সহ অন্যান্যরা।