নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর : জনজাতিদের অধিকার আদায়ের দাবিতে আগামী ২২ নভেম্বর রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস। আজ কংগ্রেসের যোগদান সভায় একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। এদিন তিনি বলেন, জনজাতিদের উন্নয়ন, পরিকাঠামো ও বিকাশের জন্য আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস। বছরের পর বছর জনজাতিরা বঞ্চনার শিকার হয়ে আসছে। তাই জনজাতিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী ২২ নভেম্বর রাজভবনে অভিযান করবে কংগ্রেস। এদিন জনজাতি সংগঠনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, একমাত্র কংগ্রেস দলই জনজাতি অংশের জনগণের কল্যাণে কাজ করে চলেছে। কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল তখন ওই জনজাতিদের কল্যাণে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ গঠন করা হয়েছিল। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ত্রিপুরা সরাসরি জেলা পরিষদের হাতে আরো অধিক ক্ষমতা ও সরাসরি অর্থ প্রদানের দাবিও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই যাতে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এখন থেকেই ময়দানে নেমে কাজ করতে হবে।