আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টারে সদ্য প্রয়াত মুখ্য সঞ্চালিকা কবিতা বেহেনজিকে শ্রদ্ধাজ্ঞাপন করা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর :  সোমবার আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টারে সদ্য প্রয়াত মুখ্য সঞ্চালিকা কবিতা বেহেনজিকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিশিষ্ট সমাজ সেবী রাজীব ভট্টাচার্য , প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সহ সমাজের বিশিষ্টজনেরা। 

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, মুখ্য সঞ্চালিকা কবিতা বেহেনজিকে শ্রদ্ধা জানাতে সকলে উপস্থিত হয়েছেন। তিনি রাজ্যের স্বার্থে বহু কাজ করে গেছেন। মানুষের মনকে কিভাবে শান্ত রাখা যায় সেটাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। রাজ্যের মহিলাদের উৎসাহিত করতেও ছিল তাঁর বিশেষ ভূমিকা। আগামী দিনে তাঁর দেখানো পথেই এগিয়ে যেতে হবে। 

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ও বাংলাদেশের মুখ্য সঞ্চালিকা কবিতা বেহেনজি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ১৯৬৮ সালের ২৩ মার্চ জন্ম গ্রহণ করেন তিনি। দুই দেশের মানুষের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা যায় ১৯৯৫ সালে সঞ্চালিকা কবিতা বেহেনজি প্রথম আগরতলায় এসে ঈশ্বরী সেবা শুরু করেন। তারপর ধীরে ধীরে ১৬ টি সেন্টার খোলা হয়। বাংলাদেশেও বেশ কয়েকটি সেন্টার খোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *