BRAKING NEWS

তেলিয়ামুড়ায় বুলেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত  রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ অক্টোবর : তেলিয়ামুড়া শহরের অন্যতম ক্লাব গুলির মধ্যে একটি হলো বুলেট ক্লাব। প্রতিবছরই শারদীয় দুর্গোৎসবের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এই বুলেট ক্লাব। এবারও তার ব্যতিক্রম নয় ক্লাব কর্তৃপক্ষ। এবার দুর্গোৎসবে  তাদের বিভিন্ন সামাজিক কাজগুলির মধ্যে একটি হলো রক্তদান । সোমবার  সকাল ১১ টায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে ক্লাবের সদস্যরা রক্তদান করেছেন। এই রক্তদান অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ক্লাব সম্পাদক পার্থসারথি রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন, মধুসূদন রায় সহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপা দাস।
এদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তের ঘাটতি যাতে না ঘটে এর জন্যই ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগ। এদিন রক্তদান উৎসবে উপস্থিত থেকে বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে ক্লাব সম্পাদক পার্থসারথি রায় জানান প্রতিবছরের মত এ বছরও দুর্গোৎসবকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এরই অঙ্গ হিসেবে আজ রক্তদান শিবির। আগামী দিনেও বুলেট ক্লাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করা হবে। আগামী সাত তারিখ তেলিয়ামুড়ার প্রত্যন্ত অঞ্চলে হবে স্বাস্থ্য শিবির। যাতে করে প্রত্যন্ত অঞ্চলের লোকজন স্বাস্থ্যপরিসেবায় অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও করবে ক্লাব কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *