মিলন স্মৃতি মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ঘিরে ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে অল ত্রিপুরা ফ্রেন্ডস ইউনিয়ন মিলন দেবী স্মৃতি প্রাইজমানি মাস্টার্স ডাবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রবীণতম ব্যাডমিন্টন খেলোয়াড় ধ্রুব কিশোর দেববর্মা । এছাড়া, উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট প্রবীণ ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক কমল সাহা, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রাক্তন সহ সভাপতি এবং রাজ্য ব্যাডমিন্টনের প্রাক্তন সভাপতি মানিক সাহা এবং রাজ্যের একসময়ের জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় অরণ্য সিং প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সভাপতি ড: উৎপল চন্দ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ টি দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উদ্যোক্তা দের পক্ষ থেকে অতিথি বৃন্দকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সচিব রজত কান্তি সেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এদিকে, প্রতিযোগিতায় ৩০ ও ততোর্ধ বিভাগে 

অশ্বিনী কুমার এবং তার জুটি তাদের প্রতিপক্ষ দীপঙ্কর দেবনাথ এবং লালসাঙ্গাকে ২১-১১, ২১-২৩ ও ২১-১৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন। নবেন্দু দাস এবং মৈনাক গাঙ্গুলি জুটি কৃতম দেববর্মা এবং এস দেববর্মা জুটিকে ২১-৯ ও ২১-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন। ৫৫ ও ততোর্ধ বিভাগে বাবুল সাহা এবং অঞ্জন রায় জুটি ফাইনালে পৌঁছেছেন। দেবাশিস দাস এবং দেবব্রত ভট্টাচার্য জুটিও ফাইনালে পৌঁছেছেন। ৪৫ ও ততোর্ধ বিভাগে সঞ্জীব সাহা ও সুমিত মজুমদার জুটি সেমিফাইনালে এবং সুশান্ত রায় ও প্রদীপ্ত রায় জুটি ফাইনালে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *