ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর।।চ্যাম্পিয়ন হলো রয়্যাল বয়েজ। পরাজিত করলো লুধুয়া মিলন চক্র দলকে। মহকুমা ফুটবল সংস্থা আয়োজিত সুকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রয়্যাল বয়েজ ২-০ গোলে পরাজিত করে লুধুয়া মিলন চক্রকে। কয়েকহাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলের ফুটবলাররা শুরু থেকে আক্রমাত্তখ ফুটবল খেলতে থাকে। শক্তি এবং দক্ষতায় দুদল সমান থাকলেও গতিতে শুরু থেকে এগিয়ে যায় রয়্যাল বয়েজ দলের ফুটবলাররা। এখানেই পার্থক্য গড়ে যায় দুদলের মধ্যে। ম্যাচের প্রথমার্ধে পারভেজ ভঁুইয়ার গোলে এগিয়ে যায় রয়্যাল বয়েজ। দ্বিতীয়ার্ধে রয়্যাল বয়েজ দলের জয় নিশ্চিত করে দেন কে সি নাল সাঙ্গা। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভার বিধায়ক মাইলফ্রু মগ, সমাজ সেবক তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, যুব মৌর্চার জেলা সভাধিপতি বিপুল ভৌমিক, এস ডি পি ও দুলাল দত্ত এবং রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব তপন সাহা। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৮০ এবং ৬০ হাজার টাকা। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার বিজয়ী দলের কে সি নাল সাঙ্গা, সেরা গোলরক্ষক বিজীত দলের রূপন হুসেন এবং আসরের সেরা ফুটবলার বিজয়ী দলের অজিৎ জমাতিয়া নির্বাচিত হয়েছন। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় মহকুমা ফুটবল সংস্থার সচিব পার্থ প্রতিম রায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-10-01

