‘এক তারিখ, এক ঘণ্টা, এক সাথ’-এর প্রচারে যোগদান গুজরাটের মুখ্যমন্ত্রীর

আহমেদাবাদ, ১ অক্টোবর (হি.স) : গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ‘এক তারিখ, এক ঘণ্টা, এক সাথ’ –এর প্রচারে অংশগ্রহণ করেন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের ডাকে ভূপেন্দ্র প্যাটেল ‘এক তারিখ, এক ঘণ্টা, এক সাথ’-এর প্রচারে যোগ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী প্যাটেল ঘাটলোদিয়া এলাকার লক্ষ্মণগড় টেকরো এবং সাইবাবা মন্দির সংলগ্ন রাস্তায় এই কর্মসূচিতে অংশ্রগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী নিজে পরিস্কার করে কর্মসূচির সূত্রপাত করেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের সমস্ত মানুষকে এই অভিযানে যোগ দিতে আহ্বান জানান। পরিচ্ছন্নতা অভিযানে সকলকে যোগ দিয়ে এই অভিযানটিকে সাফল্যমণ্ডিত করতেও বলেন মুখ্যমন্ত্রী।