৩৬ জায়গায় বনধকে ঘিরে পিকেটিং তিপ্রা মথার, শেষ লগ্নে তাজা বোমা উদ্ধার ঘিরে উত্তপ্ত বনধ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। শনিবার ত্রিপুরায় ১২ঘণ্টা এডিসি বনধের ডাক দিয়েছিল তিপ্রামথা দল। জনজাতিদের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে এদিন ত্রিপুরার এডিসি এলাকার বিভিন্ন জায়গায় সকাল থেকেই বনধকে সফল করতে তিপ্রাসা কর্মীরা পিকেটিং শুরু করে। যদিও সরকারী তরফে এই বনধকে মান্যতা দেয়নি রাজ্য সরকার। তবে এদিন জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় পিকেটিং এর ফলে যান চলাচল প্রায় স্তব্ধ ছিল। ট্রেন লাইনে পিকেটিং এর ফলে বন্ধ ছিল লোকাল ট্রেন চলাচল।

এদিন এডিসি এলাকায় সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তর স্বাভাবিকভাবেই চলবে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য সরকার। সকাল থেকে শান্তিপূর্ণভাবে বনধ চললেও শেষ মুহূর্তে বড়মুড়া পাহাড়ে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তিপ্রা মথার ডাকা ১২ ঘণ্টার এডিসি বনধে পিকেটিং স্থান থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার। এদিন বনধ চলাকালীন সময়ে বড়মুড়া পাহাড়ে বনধ এর পিকেটিং সংলগ্ন এলাকায় একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। আর তাতেই গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই টি এস আর সহ বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি বোমা উদ্ধার হয়েছে, তবে এর বেশি কিছুই জানানো সম্ভব নয়।

গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান সিআরপিএফ জওয়ানরা গাড়িতে করে বোমা নিয়ে আসার কথা নয়। তারপরও যেহেতু তিপ্রা মথা দলের কর্মীরা অভিযোগ করেছে, তাই ঘটনার তদন্ত করা হবে। তিনি আরও জানান একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। আরও একটি বোমা ফেটেছে বলে জানতে পেরেছেন। এইদিন তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে একটা সময় সিআরপিএফ জওয়ানদের গাড়ি ভাংচুর করার চেষ্টা চালায়।

এদিকে স্থানীয়দের দাবী এর আগে আরও একটি বোমা ফাটার শব্দ শুনেছেন এলাকাবাসী। যদিও পুলিশের তরফে এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি। তিপ্রা মথার কর্মীদের দাবী টিএসআর জওয়ানরা এই ঘটনার সঙ্গে যুক্ত। কারণ তিপ্রা মথার কর্মীরা শান্তিপূর্ণভাবে বনধ – এর পিকেটিং করছিলেন। সেই শান্তিপূর্ণ পিকেটিং এ অশান্তি নিয়ে আসার জন্যই এই ঘটনা সংঘটিত হয়েছে। তিপ্রা মথার কর্মীদের তরফে জানানো হয়, নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য এডিসি এলাকার ৩৬ টি জায়গায় তারা বনধের সমর্থনে পিকেটিং করেছে। সব জায়গায় তারা শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন চলছিল। তবে টিএসআর বাহিনী প্রথমে বড়মুড়া পাহাড়ে একটি বোমা ফাটায়, তারপর অপর বোমা উদ্ধার হয়। গোটা ঘটনায় টি এস আর জওয়ানদের উপর অভিযোগ এনে তাদের গাড়ি ভাংচুর করার চেষ্টার অভিযোগও উঠেছে তিপ্রা মথার কর্মীদের উপর। গোটা ঘটনা ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বনধের শেষ মুহূর্তে। এখন পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *