BRAKING NEWS

আগামী ৮ই অক্টোবর অনুষ্ঠিত হবে লোক আদালত

আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। আগামী ৮ই অক্টোবর  , ২০২৩ ইং, রবিবার সকাল ১০টা থেকে সমস্ত জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গনে বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছে। এই লোক আদালতে ৩৩ টি বেঞ্চ বসবে । নিষ্পত্তির জন্য তোলা হবে আনুমানিক ২২ হাজার ৮৮৯ টি মামলা। বিশেষ লোক আদালতে এমভি অ্যাক্টে  ১১ হাজার ৬৪৫ টি মামলা , ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টে ২০২৩ টি মামলা, ত্রিপুরা  এক্সাইস অ্যাক্টে ৬৮৬ টি মামলা , গার্হস্থ হিংসা থেকে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত আইনে ৯ টি মামলা,  ত্রিপুরা পুলিশ অ্যাক্টে ৮০৮৭ টি মামলা ,  ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টে ০১ টি মামলা,  ক্রূয়েল্টি টু অ্যানিমেল অ্যাক্টে ৬ টি মামলা , চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত ৮৩ টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ৩৪ টি মামলা এবং মীমাংসাযোগ্য ফৌজদারি ধারার ৩১৫ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। এই লোক আদালতের কাজ আগামী ৩ই অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। এমভি অ্যাক্ট , ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্ট, ত্রিপুরা  এক্সাইস অ্যাক্ট , ত্রিপুরা পুলিশ অ্যাক্ট , ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট এবং ক্রূয়েল্টি টু অ্যানিমেল অ্যাক্ট সংক্রান্ত মামলাগুলির নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা ৮ অক্টোবর ২০২৩ ইং ছাড়াও ৩ই অক্টোবর থেকে ৭ অক্টোবর , ২০২৩ ইং,  সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত যে কোনও সময়ে আদালত চত্বরে অবস্থিত সংশ্লিষ্ট জেলা বা মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে ওই মামলাগুলি নিষ্পত্তির সুবিধা নিতে পারিবেন। কম খরচে মামলা নিষ্পত্তির জন্য, ত্রিপুরা রাজ্য সরকার নির্দিষ্ট ধারার – এমভি অ্যাক্টের মামলা নুন্যতম জরিমানার অর্ধেক জরিমানায়, ত্রিপুরা পুলিশ অ্যাক্টের মামলা নুন্যতম ২০০ /- টাকায়, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টের মামলা নুন্যতম ৫০ টাকা থেকে ৬০০ টাকা এবং ত্রিপুরা এক্সাইস অ্যাক্টের মামলা নুন্যতম  ১০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে নিষ্পত্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ত্রিপুরা রাজ্য আইন সেবা  কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *