BRAKING NEWS

মাসকটের নাম প্রকাশ করল আইসিসি

দুবাই, ৩০ সেপ্টেম্বর(হি.স.): ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। তার আগে আজ মাসকটের নাম প্রকাশ করল আইসিসি।

১৯ আগস্ট ওয়ানডে বিশ্বকাপের মাসকট উন্মোচন করে আইসিসি। লিঙ্গ সমতার জন্য ছেলে এবং মেয়ে দুটি মাসকট উন্মোচন করা হয়েছে। উন্মোচনের সময় মাসকটের নাম দেয়নি আইসিসি। এজন্য দর্শকদের ওপরে দায়িত্ব ছেড়ে দিয়েছিল আইসিসি। সেই দুটি
ম্যাসকটের নাম ভোটের মাধ্যমে দর্শকরা ঠিক করেছেন।

আইসিসি জানিয়েছে, মাসকট দুটির নাম ব্লেজ এবং টঙ্ক। এই দুই মাসকটকে সব ভেন্যুতে দেখা যাবে, উপস্থিত ভক্তদের সঙ্গে মিথস্ক্রিয়া ও আলাপচারিতা করবে এবং ইভেন্টের উত্তেজনা বাড়িয়ে দেবে।
‘ব্লেজ’ হল একটি নারী মাসকট, যে দ্রুত গতিতে বোলিং করে ব্যাটারদের বিস্ময়ে ফেলবে। অন্যদিকে ‘টঙ্ক’ হলো পুরুষ মাসকট। সে ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন। টঙ্কের একটি ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যাট এবং বহুমুখী শট ভাণ্ডার রয়েছে, যা বিশ্বকাপের মঞ্চকে আলোকিত করবে।

আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে এই দুটি মাসকটকে অ্যাকশনে দেখা যাবে। মাসকটগুলো স্টেডিয়াম ও সমর্থক পার্কগুলোতে দৃশ্যমান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *