ইন্দোর, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর এখন মেট্রো সিটিতে পরিণত হতে চলেছে। শনিবার বিকেলে মেট্রো ট্রেনের ট্রায়াল রান হবে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকেল ৫ টায় শহরের গান্ধীনগর মেট্রো ডিপোতে আয়োজিত একটি অনুষ্ঠানে ইন্দোর মেট্রো ট্রায়াল রানের পতাকা যাত্রা শুরু করবেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী ভূপেন্দ্র সিং।
জনসংযোগ আধিকারিক মহিপাল অজয় জানিয়েছেন, ইন্দোরে মেট্রো ট্রেনের ট্রায়াল রান হবে ৬ কিলোমিটার। মুখ্যমন্ত্রী চৌহান ট্রেনটিকে ফ্ল্যাগ অফ করবেন এবং ভ্রমণ করবেন। গান্ধীনগর ডিপোতে তৈরি গম্বুজে ছয় হাজার সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী ও অন্যান্য মানুষ অংশ নেবেন। মেট্রো ট্রেনে তিনটি কোচ থাকবে। এর মোট যাত্রী ধারণক্ষমতা হবে ৯০০ জন। ভবিষ্যতে, ইন্দোরে ২৫টি মেট্রো ট্রেন চলবে, যা প্রায় সাত লক্ষ যাত্রী বহন করবে।
স্থানীয় সাংসদ শঙ্কর লালওয়ানি ইন্দোরের জনগণকে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিতে দেখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয় যে রাজ্যে প্রথম আমাদের শহরে মেট্রো চালু হতে চলেছে। তিনি বলেন, ইন্দোরে নতুন ইতিহাস লেখা হচ্ছে। এই ইতিহাসের সাক্ষী হতে হবে সবাইকে।
এছাড়াও শনিবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মুখ্যমন্ত্রী চৌহান ইন্দোরে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। তিনি এখানে মেট্রো ট্রায়াল রানের পতাকা উন্মোচন করবেন। এরপর তিনি লাভকুশ মোড়ে আয়োজিত উন্নয়ন কাজের উদ্বোধন ও ভূমিপূজা অনুষ্ঠানে অংশ নেবেন। একইভাবে মুখ্যমন্ত্রী চৌহান নন্দনগরে আইটিআই ভবন এবং মা কঙ্কেশ্বরী মহাবিদ্যালয়ের উদ্বোধন করবেন। এরপর তিনি এমওজি লাইনে অবস্থিত রেডক্রস সোসাইটি পরিচালিত হাসপাতালের উদ্বোধন, প্রতিবন্ধীদের সুবিধার্থে ল্যাপটপ বিতরণ, রেট্রোফিটিং স্কুটার বিতরণ এবং অ্যানিস্মার্ট ক্লাসের উদ্বোধনে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী এখানে পিপলিয়ানায় আন্তর্জাতিক সুইমিং পুলেরও উদ্বোধন করবেন। এরপর ইন্দোর থেকে ভোপালের উদ্দেশে রওনা হবেন তিনি।