ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। ডেঙ্গুতে আক্রান্ত ত্রিপুরার ফুটবল কোচ রাজেশ রায় চৌধুরি। বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে। মধ্য প্রদেশের জব্বলপুরে। জাতীয় জুনিয়র ফুটবলে ত্রিপুরার কোচ হয়ে জব্বলপুরে গিয়েছিলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ তথা প্রাক্তন ফুটবলার রাজেশ। ওই রাজ্যে পৌঁছার কয়েকদিন পরই জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। শরীর খুব খারাপ করায় ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। শুক্রবার টেলিফোনে রাজেশ বলেন, “এখন অনেকটা ভালো। দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি”।
2023-09-29