আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। রাজ্যে নারী গঠিত অপরাধ প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নেশার কবলে গোটা যুবসমাজ। পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থতায় পরিচয় দিচ্ছে পুলিশ প্রশাসন ও বর্তমান সরকার। অবিলম্বে নারী নির্যাতন বন্ধ করা এবং নেশার বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার দাবিতে রাজ্য পুলিশের মহান নির্দেশকের কার্যালয়ের সামনে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে প্রদেশ মহিলা কংগ্রেস।
নারী সংক্রান্ত অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার মাঠে নামলো প্রদেশ মহিলা কংগ্রেস। এদিন পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস কর্মীরা। তারপর রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনের সাথে দেখা করে প্রতিনিধি দল দাবি জানান যাতে নারী সংক্রান্ত অপরাধ বন্ধ করা হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। তিনি বলেন, রাজ্য পুলিশের মহা নির্দেশক মহিলা কংগ্রেসের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে এবং কোন ধরনের মহিলা সংক্রান্ত ঘটনার যদি অগ্রিম কোন খবর মহিলা কংগ্রেস কর্মীদের কাছে থাকে তাহলে সেটা যাতে পুলিশের নজরে নেয়। তারপর প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে যদি পুলিশ মহিলা সংক্রান্ত ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আন্দোলন জারি থাকবে।
2023-09-29