আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাবারের সিট চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানাধীন চিকনচড়া এডিসি ভিলেজ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পরর্বতী সময়ে তাঁদেরকে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা যায়, কিছুদিন ধরে গ্রামের একাধিক বাড়িতে চুরি সংঘটিত করছে চোরের দল। কিন্তু গ্রামবাসীরা কোনোভাবে চোরকে আটক করতে পারছেন না। অবশেষে আজ সকালে ওই গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বারিতে রাবারের সিট চুরি করতে গিয়ে হাতেনাতে আটক তিন জন যুবক। কিন্তু একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।ধৃত দুই চোরের নাম, মাইকেল দেববর্মা ও মামন দেববর্মা। পরর্বতী সময়ে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।