প্রতারকের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন এক শিক্ষিকা, ক্রাইম ব্রাঞ্চের ভূমিকায় ক্ষোভ

সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাজ্যে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তদন্তে নেমে বেআব্রু প্রশাসন। এবার অভিযোগ এক শিক্ষিকার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেলেন প্রতারকের দল। ধাপে এই টাকা শিক্ষিকার একাউন্ট থেকে গায়েব করে নেয় প্রতারকের দল বলে অভিযোগ।

 ঘটনার বিবরণে জানা গেছে, ঝুমা চক্রবর্তী নামে শিক্ষকার ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৯৯ হাজার টাকা উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটে গত ২৩ শে সেপ্টেম্বর। শিক্ষিকা জানান এদিন তার মোবাইলে ফোন করে ব্যাংক থেকে জানানো হয় চারবার টাকা তোলা হয়েছে।

তারপর শিক্ষিকা বিষয়টি অবগত নয় বলে জানালে ব্যাংক কর্তৃপক্ষ জানান একাউন্টটি ব্লক করার জন্য। সে অনুযায়ী শিক্ষিকা একাউন্ট ব্লক করে নেন। তারপর এটিএম এ গিয়ে ব্যাংক একাউন্টের পাসবুক আপডেট করে দেখতে পায় একাউন্ট থেকে ৪ বার টাকা কেটে নিয়েছে। এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ, পশ্চিম থানার পুলিশ ও সাইবার ক্রাইমকে বিষয়টি জানান শিক্ষিকা। কিন্তু পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সন্ধান পায়নি লক্ষাধিক টাকা সহ প্রতারক চক্রের। রাজ্যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ থাকলেও সেটা এক প্রকারভাবে নিষ্ক্রিয় বলা চলে। পর্যাপ্ত পরিমাণে কর্মী থাকলেও এখন পর্যন্ত কোন সুফল অর্জন করতে দেখা যায়নি বললেই চলে। এতে প্রতারণার শিকার হয়ে মানুষ ক্রমশ আস্থা হারাচ্ছে সাইবার ক্রাইম ব্রাঞ্চের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *