আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। দীর্ঘদিন যাবত ৮ নং জাতীয় সড়কের বেহাল অবস্থা । কর্তৃপক্ষের হেলদোল না থাকার পর অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা বুধবার সকালে জাতীয় সড়ক অবরোধে শামিল হয়। মরণ ফাঁদে পরিণত হয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক। রাস্তার সংস্কারে প্রশাসনের কোন হেলদোল নেই। অবশেষে আজ বাধ্য হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন শনিছড়া লম্বাগাছ সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হয় স্থানীয় এলাকাবাসী সহ গাড়ি চালকেরা। সকাল ১০ টা ১৫ মিনিট থেকে টানা একঘন্টা এই পথ অবরোধ চলে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। পরবর্তীতে চুরাইবাড়ি থানার পুলিশ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীন্দর সিনহা গ্রামবাসী সহ চালকদের আশ্বস্ত করেন অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হবে। শেষ পর্যন্ত আশ্বস্ত হয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা। তারা জানান, কয়েকদিনের মধ্যেই শুরু হবে রাস্তা সংস্কারের কাজ। এই আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত হয়। উল্লেখ্য, এই এক ঘন্টার অবরোধে দুই দিকে বহু যানবাহন আটকে যায়। প্রচন্ড গরমে যানবাহন চালক এবং সহচালকদের হাস ফাঁস অবস্থা দেখা যায় । এখন কবে নাগাদ এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় প্রশাসন সেটাই দেখার।
2023-09-27