কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পুরসভা, এই অভিযোগে মঙ্গলবার যুব কংগ্রেস সদর পুরভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করে।
এদিন ছিল মূলত কংগ্রেসের পুরভবন ঘেরাও অভিযান। তাঁদের মোকাবিলার জন্য পুরভবনের সামনে ছিল পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কিছুটা পথ বিক্ষোভকারীরা শ্লোগান দিতে দিতে আসে। কিন্তু পুরভবন থেকে কিছুটা দূরে পুলিশ লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে দেয়। সেটি এড়িয়ে ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা রাস্তায় শ্লোগান দিতে থাকেন।
যুব কংগ্রেসের পাঁচ সদ্যকে তাঁদের দাবি মেনে পুলিশ পুরভবনের ভিতরে ঢোকার অনুমতি দেয়, যাতে তাঁরা তাঁদের দাবি ও অভিযোগের কথা মেয়র, ডেপুটি মেয়র প্রমুখকে জানাতে পারেন।