আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রদেশ কংগ্রেসের কর্মসূচিকে সামনে রেখে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। ঐ জেলায় আজ সাব্রুম, মনু , ও ঋষ্যমুখ ব্লক কংগ্রেসের নেতৃত্বদের সাথে সাংগঠনিক আলোচনা করেছেন প্রদেশ সভাপতি। পরবর্তী সময়ে ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত মনিরামপুর বাজারে এক যোগদান সভাও অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ২৪ পরিবারের ৯৩ জন ভোটার তিপ্রামথা, বিজেপি, সিপিএম ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, পিসিসি সদস্য মিলন কর, সহ ব্লক সভাপতিগণ।
2023-09-26

