নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের। মৃত যুবকের নাম কৌশিক দেবনাথ(২৬)। সে এ্যাক্সিস ব্যাংকে কর্মরত ছিল। তার মৃত্যুতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, ধর্মনগরের জেল রোডের মনতলা নিবাসী কানু দেবনাথ এর ছেলে কৌশিক সোমবার রাত্রি প্রায় নয়টা পর্যন্ত মনতলা বাজারে বাজার করে সে  বাড়িতে ফিরে আসে। তবে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর তার কোনো উত্তর পাওয়া যায়নি। পরবর্তী সময়ে দেখা যায় নিজের ঘরের মধ্যেই  গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে তারা এসে কৌশিককে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার কাকা দুলাল দেবনাথ জানান অ্যাক্সিস ব্যাংকের অতিরিক্ত কাজের চাপে সে সহ্য করতে না পেরে মৃত্যুর পথ বেছে নেয় বলেই তাদের প্রাথমিক ধারনা। প্রায় দিন রাতেই নাকি আসতে আসতে দশটা থেকে এগারোটা বেজে যেত তার। মাঝে একবার অসুস্থ হয়ে একরাত উত্তর জেলা হাসপাতালেও ভর্তি হয়েছিল সে। ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । তবে কোন প্রনয়জনিত ঘটনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।