আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। নিয়মিত পে স্কেল চাই। এই দাবিতে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান কালে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্মকর্তারা জানান পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে নিয়োগের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত ফিক্সড পেতে চাকরি করার একটি নিয়ম চালু করা হয়েছিল। যদিও সারা দেশের কোথাও এ ধরনের নিয়ম কোন সরকার চালু করেনি। সরকার পরিবর্তনের পর এ ধরনের নিয়ম প্রত্যাহার করে নিয়মিত স্কেলে নিয়োগের জন্য জোরালো দাবি জানিয়েছিল টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফিক্সড পেতে যাদের নিযুক্ত করা হয়েছিল তাদের প্রত্যেককে নিয়মিত করার জন্য তারা জোরালো দাবি জানায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান সরকারও টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের ফিক্সড পে তেই নিযুক্তি দিয়েছে। শুধু তাই নয় পূর্ববর্তী সময়ে যাদেরকে ফিক্সড পে তে নিযুক্ত করা হয়েছিল তাদের মধ্যে অনেকের চাকুরি সাত বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত তাদের নিয়মিত করা হয়নি বলে গুরুত্ব অভিযোগ করা হয়েছে। এসব বিষয় নিয়েই সংগঠনের নেতৃবৃন্দ আজ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। অবিলম্বে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে ইঙ্গিত দিয়েছেন এদিন।
2023-09-25