নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর বিশ্ব বাণিজ্যের ভিত্তি হয়ে উঠবে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র পূর্ণ সদস্য করে ভারত নিজস্ব নেতৃত্ব প্রদর্শন করেছে। শীর্ষ সম্মেলনের সময় প্রস্তাবিত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর শত শত বছর ধরে বিশ্ব বাণিজ্যের ভীত হয়ে উঠবে।”
রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১০৫-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “চন্দ্রযান-৩-এর সাফল্যের পর, জি-২০-র জমকালো অনুষ্ঠান প্রত্যেক ভারতীয়র আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। এই শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র পূর্ণ সদস্য করে ভারত নিজস্ব নেতৃত্ব প্রমাণ করেছে।”