শেষ প্রচেষ্টা : অবনমন থেকে রেহাই পেতে বীরেন্দ্র আজ রামকৃষ্ণের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। শেষ চেষ্টা, মরণ কামড়, যাই বলি না কেন? সবকিছু বিশেষণই আগামীকাল ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের জন্য। অবনমনের হাত থেকে রেহাইয়ের একমাত্র দাওয়াই হচ্ছে সরাসরি জয় পাওয়া। হারলে তো কোন কথাই নেই। ড্র করলে হয়তো বা রক্ষা পেয়ে যেতে পারে। তবে সেটা নির্ভর করবে অন্য একটি খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন বনাম এগিয়ে চলো সংঘের ম্যাচের ফলাফলের উপর। সে যাই হোক ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা জয় ছাড়া বিকল্প কোনও বিষয় নিয়ে ভাবতে রাজি নয়। অন্ততপক্ষে আগামীকাল লীগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচটিতে প্রতিপক্ষ রামকৃষ্ণ ক্লাব। ‌ ইতোমধ্যে অন্য আরও তিনটি দল ফরোয়ার্ড ক্লাব, লালবাদের ও এগিয়ে চলো সংঘের মতো রামকৃষ্ণ ক্লাবও যথারীতি সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেছে। এখন হারলেও ক্ষতি নেই, জিতলেও ক্ষতি নেই। তবে সুপার লীগে পৌঁছার আগে লীগ পর্যায়ে প্রথম চারটি দলের তালিকা বিশেষ একটু গুরুত্ব রয়েছে বৈকি। এ পর্যন্ত সাতটি ম্যাচ খেলে দুটিতে জয়ী হওয়ার মত তৃতীয় আরেকটি জয় বীরেন্দ্র শিবিরে ধরা দেয় কিনা তাই এখন দেখার বিষয়। অপরদিকে রামকৃষ্ণ ক্লাব কিন্তু ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবকে কিছুতেই হালকা ভাবে দেখতে নারাজ। প্রতিপক্ষ যে দল-ই হোক, জয়ের লক্ষ্যকে সামনে রেখেই রামকৃষ্ণ ক্লাবের ছেলেরাও আগামীকাল মাঠে অবতীর্ণ হবে বলে খবর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *