নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): সংসদের উভয়কক্ষে ‘নারী শক্তি বন্দন অধিনয়ম’ বিল অর্থাৎ মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় খুশির আবহ বিজেপি শিবিরে। মহিলাদের মতে, ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। সংসদের উভয়কক্ষেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল, বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় এই বিল পাশ হয়েছে। ‘নারী শক্তি বন্দন অধিনয়ম’ বিলের পক্ষে ভোট পড়ে ২১৪, বিপক্ষে শূন্য।
এই বিল পাশ হওয়ায় শুক্রবার সকালে দিল্লিতে বিজেপি সদর দফতরের বাইরে আনন্দ উদযাপন করেন মহিলা বিজেপি কর্মীরা। এক মহিলা বলেছেন, “এই বিলটি ২৭ বছর ধরে প্রতীক্ষিত ছিল, একটি ঐতিহাসিক যুগ শুরু হয়েছে। বিলটি একটি সোনালী যুগে পাশ হয়েছে। এটি মহিলাদের জন্য একটি বড় দিন।” সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতেই সংসদ চত্বরে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান মহিলা সাংসদরা।