কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : একদিনে রাজ্যে ডেঙ্গির বলি হয়েছেন ৪ জন। যার মধ্যে ২ জনই কলকাতার। রাজ্যজুড়ে ডেঙ্গিতে মৃত্যুর পাশাপাশি, কলকাতা পুর এলাকায় রেকর্ড বাড়বাড়ন্ত ডেঙ্গির। গত ১ সপ্তাহের মধ্যে একলাফে ডেঙ্গি আক্রান্ত বেড়েছে ১১০২ জন।
পুরসভার হিসেব অনুযায়ী, গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ২৭০০ জন। সেই সংখ্যাটাই এদিন বেড়ে হল ৩৮০২। ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে বলতে গিয়ে রাজ্যের বাম সরকারকে নিশানা করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূলের নেতার কটাক্ষ ‘আগের সরকারের পাপের ফল ভুগছে কলকাতা’। কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটে জমা জল নিয়ে মেয়রের আক্রমণ বর্ণপরিচয় মার্কেট একটা উদাহরণ, আরও আছে। পাশাপাশি ব্যক্তিগত স্বার্থে পুরসভাকে ব্যবহারের অভিযোগ করেন ফিরহাদ হাকিম।