কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যে বাড়ছে ডেঙ্গি ও মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা। বিধাননগরে ডেঙ্গি আক্রান্ত এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর জ্বর নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিনাক সরকার। বৃহস্পতিবার রাতে সল্টলেকের এ-ই ব্লকের ৬৬ বছরের এই বাসিন্দা মারা যান৷ তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে।
খড়্গপুরে ও ঘাটালে আরও দুই মহিলারও মৃত্যু হয়েছে। বেসরকারি মতে গত ২৪ ঘণ্টায় এই ৩ মৃত্যুর জেরে রাজ্যের ডেঙ্গিতে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৩৯-এ।
প্রসঙ্গত, চিকিৎসক সুমন পোদ্দার জানাচ্ছেন, ২ টো জিনিস দেখতে পাচ্ছি। ডেঙ্গি মানেই যে গাঁটে গাঁটে ব্যথা, ব্রেক বোন ফিভার বলতাম যাকে। এবার ব্যথা নেই দেখা যাচ্ছে । আগে আমরা জানতাম একটা বাচ্চা সর্দি-কাশি নিয়ে আসছে। আমরা ধরে নিতাম ডেঙ্গি নয় ফ্লু। এবার পরে পরীক্ষা করে দেখা যাচ্ছে ডেঙ্গি। যা নিয়ে উদ্বেগ ঘিরে চিকিৎসক জয়দেব রায় বলেছেন, বাড়িতে থেকে সময় নষ্ট করবেন না। জ্বর হলেই ডেঙ্গি পরীক্ষা করতে হবে। সিচুয়েশন হাতের বাইরে চলে গেলে আর কিছু করার থাকবে না।