ধর্মনগর ২২ সেপ্টেম্বর :বাড়িতে নিজ গলায় দা দিয়ে আঘাত করে গুরুতর আহত হয়েছেন এক যুবক। উত্তর জেলার কদমতলা বাজার এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । বর্তমানে ওই যুবক আশংকাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
জানা গেছে, বেশ কিছু দিন ধরে হাম রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন বিধু নাথ নামে ওই যুবক। শুক্রবার সকালে নিজ বাড়িতে কাউকে কিছু না বলে ঘরে থাকা দা দিয়ে নিজের গলায় কোপ বসায়। ওই যুবকের জন্য তাঁর বৌদি ভাত নিয়ে ঘরে গেলে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন সহ আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় কদমতলা হাসপাতালে। আহতের অবস্থা বেগতিক দেখে তাকে স্থানান্তর করা হয়েছে জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ।