বিলোনীয়া মহকুমাধীন শহর ও শহরতলী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন দিলেন দুই বিধায়ক

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার বেলা একটায় বিলোনীয়া মহকুমাধীন শহর ও শহরতলী এলাকার বিভিন্ন ভগ্নদশা রাস্তা সংস্কার সহ গ্ৰামীন এলাকায় নতুন রাস্তা নির্মান, দীর্ঘদিনের চলমান কাজ সমূহ সময় মত শেষ করার দাবি নিয়ে  বিলোনীয়া ও ঋষ্যমুখ কেন্দ্রের দুই বিধায়ক দীপংকর সেন ও অশোক মিত্র, মহকুমা পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে দাবি সনদ তুলে দিয়ে ডেপুটেশন প্রদান করেছেন। পাশাপাশি বেকার যুবকদের ডিড এর মাধ্যমে কাজ বৃদ্ধি করার দাবি  রাখেন। সনদ পত্র তুলে দেওয়ার পর বিধায়ক দীপঙ্কর সেন এবং অশোক মিত্র পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করতে গিয়ে শহর ও গ্রামীন এলাকার সমস্ত রাস্তা গুলি সংস্কার, নতুন রাস্তা নির্মান করা এরকম দশটি জায়গার রাস্তা নির্মানের নাম উল্লেখ করেন, ঋষ্যমুখ বিধানসভার গ্রামীন এলাকার বিভিন্ন ভগ্নদশা রাস্তার যে তথ্য পূর্বে জানানো হয়েছিল তার সম্পর্কে জানতে চাওয়া হলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার  জানান নয়টি রাস্তার টেন্ডার আহ্বান করা হয়েছে। বিধায়কগন বিভিন্ন অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং কাজের গুনগতমান বজায় রাখার দাবি রাখেন। উত্থাপিত বিষয়গুলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গুরুত্ব সহকারে দেখবেন বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *