সোনামুড়ায় অনুষ্ঠিত ভারত মাতার পূজা

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। সোনামুড়া মহকুমার অন্তর্গত, বক্সনগর আর ডি ব্লকের অধীনে দক্ষিণ কলম চৌড়ায় মহিলা মোর্চা এর উদ্যোগে ভারত মাতার পূজা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এই বছরও মাতৃশক্তির আরাধনায় ব্রত হয়েছেন মহিলা মোর্চা নেতৃত্ব।  সমাজের মঙ্গল কামনা ও অশুভ শক্তিকে দূর করে, মাতৃ শক্তিকে বৃদ্ধি করে,  জীবন যাপন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্যই আজকের এই পূজা বলে জানা গেছে। আজ সকাল দশ ঘটিকার  সময়  অধিবাস ও ঘট স্থাপন  স্থাপন করা হয়। এগারোটা থেকে বারোটার মধ্যে ভারত মায়ের পূজা সমাপ্তি হয়। একটা থেকে তিনটা পর্যন্ত চলে অগ্নি যজ্ঞ    অনুষ্ঠানের কার্যাবলী। তারপর ভক্তদের মধ্যে অঞ্জলি প্রদান করা হয়েছে। একজন পুরোহিত তিনজন সাধুসন্ত মহারাজ  দ্বারা সনাতনী বৈদি মন্ত্র উচ্চারণের মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠানের সমাপন ঘটে। সমাপন এর শেষ মুহূর্তে উপস্থিত হন ত্রিপুরা রাজ্যের যুব ও  ক্রিয়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়।