বাজারিছড়ায় নিজের ঔরসজাত পঞ্চদশীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত বাবার ঠাঁই জেল হাজ‌তে

বাজারিছড়া (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : নিজের ঔরসজাত পঞ্চদশী নাবা‌লিকা কন্যা‌কে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বাবাকে জেল হাজ‌তে পাঠিয়েছে আদালত। চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কটামণিতে।

অভিযোগে প্রকাশ, গত সোমবার কটামণি এলাকার বাসিন্দা জনৈক ত‌ছির আলি (ছদ্মনাম)-র স্ত্রী তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রা‌তে তিনি সেখানেই ছিলেন।কিন্তু স্ত্রীর অবর্তমানে রাত প্রায় দশটা নাগাদ তছির আলি নিজের মেয়ের শয়নক‌ক্ষে ঢুকে তার সা‌থে কুকর্ম চ‌রিতা‌র্থের চেষ্টা চালায়। তখন মেয়েটি হল্লাচিৎকার করে কোনওম‌তে বাবার হাত থে‌কে নি‌জে‌কে মুক্ত ক‌রে পাশে বড় ভাইয়ের ঘরে গিয়ে আশ্রয় নেয়। পরের দিন তার মা বাড়িতে আসার পর মেয়েটি গোটা ঘটনা বলে।

মাকে ঘটনাটি জানালে তিনি তার স্বামী তছির আলির ওপর চড়াও হয়ে গালিগালাজ করতে থাকেন। এতে তছির আলি রেগে অগ্নিশৰ্মা হয়ে তার মেয়েকে মারধর করে। পরে রক্তাক্ত মে‌য়ে‌কে চি‌কিৎসার জন্য মাকুন্দা হাস‌পাতালে নিয়ে ভরতি করা হয়। কিন্তু উন্নত চি‌কিৎসার জন্য পরের দিন রেফার করা হয় ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে। বর্তমা‌নে করিমগঞ্জ সিভিল হাসপাতাল সে চি‌কিৎসাধীন।

এদিকে ঘটনা সম্পর্কে বাজারিছড়া থানায় লিখিত অভিযোগ দায়ের ক‌রেন নাবা‌লিকার মা। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে। পুলিশি অভিযানের আগাম খবর পেয়ে অভিযুক্ত বাবা বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে জাল বিছায়। ফলে বাধ্য হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় বাজারিছড়া থানায় এসে আত্মসমর্পণ করে তছির আলি।

রাতভর থানায় রে‌খে জিজ্ঞাসাবা‌দের পর পোকসো আইনে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার তাকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হ‌য়। আদাল‌তের নি‌র্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *