কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের অভিযোগে গ্রেফতার ৩। বাইপাসের ধারে বহুতল থেকে গ্রেফতার মূল পান্ডা। নারকেলডাঙা থেকে ধৃত আরও ২। বুধবার ক্যানাল ইস্ট রোডের ছাপাখানায় অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রচুর জাল স্টিকার, ধৃত ২। ধৃতদের জেরা করে নকল স্টিকার সেঁটে জাল মদের কারবারের মূল চাঁই গ্রেফতার। ছাপাখানাটিকে সিল করল পুলিশ।
জাল মদ বিক্রি চক্রের হদিস পেতে ৩৫ নম্বর ক্যানাল ইস্ট রোডে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তল্লাশি অভিযান চালায়। অভিযোগ, সেখানে মদের বিভিন্ন নামীদামি সংস্থার ‘স্টিকার’ ছাপা হত। তার পর, সেগুলি জাল মদের বোতলে লাগিয়ে ভিন রাজ্যে পাচার করা হত। গোটা ঘটনায়, কলকাতা গোয়েন্দা পুলিশ ৩ জনকে বুধবার গ্রেফতার করে। ধৃতদের মধ্যে এক জন দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনে থাকে। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, নামী সংস্থার স্টিকার ছাপিয়ে, তা জাল মদের বোতলে লাগিয়ে বিক্রি করা হত। এই চক্র ঝাড়খন্ড-সহ ভিন রাজ্যেও সক্রিয়। কয়েক কোটি টাকার লেনদেন চলে এর মধ্যে, ধারণা কলকাতা পুলিশের।