ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। কলকাতা গেলো রাজ্যের ৮ খুদে দাবাড়ু। জাতীয় অনূর্ধ্ব-৭ দাবায় অংশ নিতে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ২১-২৫ সেপ্টেম্বর হবে আসর। ওই আসরে অংশ নিতে কলকাতা গেলো মেট্রিক্স চেস আকাদেমির ৪ দাবাড়ু সহ মোট ৮ জন। দাবাড়ুরা হলো কানিষ্ক চৌধুরি, অয়নজিৎ নাগ, অবান্তিকা চক্রবর্তী, দিবাঙ্গী শীল, রোহিল সাহা, দেবরাজ ভট্টাচার্য, শুভায়ন দাস এবং ঐশানি ভৌমিক। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী প্রতিটি দাবাড়ুই। তা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে বলে জানায় সবাই। এবারই প্রথম ওই আসরে অংশ নিচ্ছে রাজ্যের ৮ দাবাড়ু।
2023-09-20