নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): “ভবন বদলেছে, অনুভূতিও বদলাতে হবে, ভাবনাও বদলাতে হবে। দেশের সেবার সর্বোচ্চ স্থান সংসদ। এই সংসদ দলীয় স্বার্থে নয়। আমাদের সংবিধান প্রণেতারা কোনও দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে এই পবিত্র প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন।” মঙ্গলবার নতুন সংসদ ভবনে প্রবেশের পর এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আজ আমরা যখন নতুন সংসদ ভবনে প্রবেশ করছি, যখন সংসদীয় গণতন্ত্রের ‘গৃহপ্রবেশ’ ঘটছে, স্বাধীনতার প্রথম রশ্মির সাক্ষী এবং যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এটি নতুন সংসদ ভবনের প্রথম ও ঐতিহাসিক অধিবেশন। আমি সমস্ত সাংসদ ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই সুযোগ অনেক দিক থেকে অভূতপূর্ব। এটি স্বাধীনতার স্বর্ণযুগের ভোর এবং ভারত অনেক কৃতিত্ব নিয়ে এগিয়ে চলেছে, নতুন সংকল্প গ্রহণ করছে এবং একটি নতুন ভবনে নিজস্ব ভবিষ্যত নির্ধারণ করছে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “ভারতের সভাপতিত্বে জি-২০র অসাধারণ সম্মেলন ছিল বিশ্বে কাঙ্ক্ষিত প্রভাবের ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জনের একটি সুযোগ।…আজ আমরা যখন নতুন করে সূচনা করছি, আমাদের অতীতের প্রতিটি তিক্ততা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের আচার-আচরণ, বক্তৃতা ও সংকল্পের মাধ্যমে আমরা এখান থেকে যাই করি না কেন তা যেন দেশ ও প্রতিটি নাগরিকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। এই দায়িত্ব পালনে আমাদের সকলের যথাসাধ্য চেষ্টা করা উচিত।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “নতুন সংসদ ভবনের জাঁকজমক প্রদর্শন করে আধুনিক ভারতের গৌরব! আমাদের শ্রমজীবী, প্রকৌশলী ও শ্রমিকদের নিষ্ঠা ও ঘামে এই নতুন ভবনটি নির্মিত হয়েছে। আমি আপনাদের সকলকে এই পরিশ্রমী মানুষদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে অনুরোধ করছি, কারণ তাঁদের অক্লান্ত পরিশ্রমে নির্মিত এই ভবনটি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।” মোদী আরও বলেছেন, “গণতন্ত্রে রাজনীতি, নীতি ও ক্ষমতার ব্যবহার সমাজে কার্যকর পরিবর্তনের জন্য একটি বড় মাধ্যম। তাই, মহাকাশ হোক বা খেলাধুলা, স্টার্টআপ হোক বা স্বনির্ভর গোষ্ঠী, সব ক্ষেত্রেই বিশ্ব ভারতীয় মহিলাদের শক্তি দেখছে।”