ফের একবার অস্কারের মঞ্চ কাঁপাতে তৈরি এক ঝাঁক ভারতীয় ছবি। যার মধ্যে রয়েছে এ বছরের সাড়া জাগান ছবি ‘দ্য কেরালা স্টোরি’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৪ সালে অস্কারের জন্য ইতিমধ্য়েই তালিকা তৈরি করে ফেলেছে ফিল্ম ফেন্ডারেশন অফ ইন্ডিয়া। অস্কার দৌঁড়ে কোন ছবি ভারতের হয়ে লড়বে, তার জন্য প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’।
দৌড়ে রয়েছে অভিষেক বচ্চন ও সাইয়ামি খের অভিনীত ছবি ‘ঘুমর’ও। ছবিটি বক্স অফিসে দাগ কাটতে না পারলেও মানূষের মনে দাগ কেটেছে। সমালোচক মহলে বেশি প্রশংসিত হয়েছে আর বল্কির এই ছবি। এ ছাড়াও সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি ‘দ্য স্টোরিটেলার’ ছবিটিও পাঠানো হতে পারে বলে খবর। সম্ভাব্য ছবি তালিকায় রয়েছে নন্দিতা দাস পরিচালিত ‘জ়ুইগ্যাটো’ ছবিটিও। ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন কপিল শর্মা। ইতিমধ্যেই অস্কার কমিটি শুরু করে দিয়েছে মনোনয়ন প্রক্রিয়া। সারা ভারত থেকে খুব শীঘ্রই বেছে নেওয়া হবে কুড়িটি ছবি।
উল্লেখ্য, ২০২৩ সালে অস্কার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল দক্ষিণী ছবি ‘আর আর আর’। সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে নিয়েছিল এই ছবির ‘নাটু নাটু’ গান। গত বছরের মত এ বছর দেশের মুখ উজ্জ্বল করতে পারে কিনা ছবিগুলি, এখন সেটাই দেখার।