মণিপুরে পুলিশের অভিযানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ

ইমফল, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরে পুলিশের অভিযানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

সশস্ত্র দুর্বৃত্তরা সাধারণ নাগরিকদের বেমালুম চাঁদার আদায়ের হুমকি দিত। এ ছাড়া এরা পুলিশ ইউনিফর্মের অপব্যবহার করে নানা স্থানে অসামাজিক কার্যকলাপে যুক্ত। ক্রমবর্ধমান অপকর্মের পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসন কড়া স্থিতি অবলম্বন করেছে৷ এ ধরনের অপকর্মের বিরুদ্ধে লড়াই জোরদার করেছে পুলিশ৷

আজ সোমবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পরম্পাত থানা এলাকায় অভিযান চালিয়ে মণিপুর পুলিশ ছদ্মবেশী ইউনিফর্ম পরিহিত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সঙ্গে পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
পুলিশের সূত্রটি জানিয়েছে, এদের গ্রেফতার করার পর বিপুল সংখ্যক মানুষ পরম্পাত থানা ঘেরাও করে ধৃতদের মু্ক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। উত্তেজিত জনতার হামলায় রেপিড অ্যাকশন ফোর্স-এর এক জওয়ান আহত হয়েছেন৷ উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যৌথ বাহিনী কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে বাধ্য হয়।
তবে পুলিশ গ্রেফতারকৃত পাঁচজনকে মুক্তি দেয়নি। পরবর্তীতে তাদের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতের কাছ থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তাদের অসামাজিক কার্যকলাপ সংক্রান্ত বিষয়ে তদন্ত করে পাঁজনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে।