ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। সাফল্য পেলো বিষ্ময় বালিকা দাবাড়ু আর্শিয়া দাস। বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত মানহাস কাসলে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী আসর শেষ হয় শনিবার রাতে। তাতে অনূর্ধ্ব ১৬০০ রেটিং বিভাগে সেরা দাবাড়ু-র সম্মান পায় হোলিক্রশ স্কুলের ছাত্রীটি। পাশাপাশি আসর থেকে ৬৮ রেটিংও বাড়ায় সে। নিজের পারফরম্যান্সে খুশি আর্শিয়া। ওই সাফল্য জাতীয় অনূর্ধ্ব-১৯ দাবা প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে সাহায্য করবে মনে করছে সে। রবিবার রাজ্যে ফিরলো আর্শিয়া।
2023-09-17