কলম্বো, ১৭ সেপ্টেম্বর (হি.স.): মাত্র ৩৭ বল খেলেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত। প্রথম ইনিংসেই ম্যাচটা জিতে গিয়েছিল ভারত। ছিল শুধু সময়ের অপেক্ষা। শ্রীলংকার ৫০ রান করতে ভারতের ওপেনিং জুটির খেলতে লাগল মাত্র ৩৭ বল। অর্থাৎ ফাইনাল ম্যাচ মাত্র ৬ ওভার ১ বলে জিতে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে হয়ে গেল ভারত।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে অষ্টম বার চ্যাম্পিয়ন হলো ভারত। ভারতের মত এতবার কেউ এশিয়া কাপ জিততে পারেনি। ২০১৮ সালের ভারত শেষবার এশিয়া কাপ জিতেছিল।
ভারতের জয়ের মুল কারিগর ম: সিরাজ। তিনি ১২ রানে ৬ উইকেট নিয়েছেন। লঙ্কানদের শেষ তিনটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। এর মধ্যে পাথিরানা এবং প্রমোদ মাদুশানকে পরপর দুই বলে ফিরিয়েছেন তিনি। শ্রীলঙ্কা থামে ৫০ রানে। ম্যাচের সেরার পুরস্কার জিতলেন সিরাজ।