ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। ব্যর্থ ত্রিপুরা পুলিশ। ৬ গোল হজম করে দেওভ্যালী নক আউট ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ত্রিপুরা পুলিশ । খেলার শুরু থেকে লংকাই ইউনাইটেড ফুটবল ক্লাব চাপে রাখে ত্রিপুরা পুলিশ দলকে । রবিবার বিকেলে কাঞ্চনপুর পঞ্চায়েত মাঠে মুখোমুখি হয় ত্রিপুরা পুলিশ বনাম লংকাই এফ সি। ত্রিপুরা পুলিশ টিমকে ৬–০ গোলে হারিয়ে জয়ী হয়েছে দামছড়া লংকাই এফ সি । খেলার প্রথমার্ধে ৩–০ গোলে এগিয়ে যায় লংকাই এফ সি । দ্বিতীয়ার্ধে আরও ৩ টি গোল করে ৬–০ গোলে এগিয়ে যায় লংকাই এফ সি ।এর পর পুরো মাঠ ছিল দামছড়া লংকাই এফ সির দখলে।কিন্তু ত্রিপুরা পুলিশ টিমের গোল রক্ষক প্রাচীর হয়ে দাঁড়ায়। ফলে দামছড়ার খেলোয়াড় একাধিকবার ব্যর্থ হয়েছে। নতুবা ত্রিপুরা পুলিশ টিমকে ডজন খানেক গোল হজম করতে হতো। এদিন বিকেলে পঞ্চায়েত মাঠে কাঠ ফাটা রোদের মধ্যে কানায় কানায় দর্শকের উপচে পড়া ভিড় তিল ধরানোর জায়গা ছিলনা । কিন্তু ত্রিপুরা পুলিশের খেলোয়াড়রা চেষ্টা করেও দামছড়া লংকাই এফ সির রক্ষণ ভাগ ভেঙে ভিতরে প্রবেশ করতে পারেনি । পুরো ৯০ মিনিটের খেলায় ত্রিপুরা পুলিশ টিমের খেলোয়াড়রা আক্রমণ করলেও খেলোয়াড়দের মধ্যে একটা ছন্ন ছাড়া ভাব ছিল।এদিন লংকাই এফ সি দলের হয়ে গোল করেন সামসোনা ৩টি গোল ,সংগভেগা ২টি গোল এবং রিমা ১টি গোল করেন । আগামী ২০ সেপ্টেম্বর এই মাঠে খেলা হবে আনন্দমর্গ স্কুল বনাম আশাপাড়া এফ সি ।