আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যে বিজেপি দলের তরফ থেকে পক্ষকালব্যাপী নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রাজধানীর আগরতলা শহরের প্রাণকেন্দ্রে দুর্গা বাড়িতে সাফাই অভিযান এবং উজ্জয়ন্ত মার্কেট এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যেও ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যে স্বচ্ছতার উপরই বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এই কদিন। তারই অঙ্গ হিসেবে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে বৃক্ষরোপণ ও স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয় রবিবার। স্বচ্ছ ভারত অভিযানটি হয় দুর্গা বাড়িতে। উজ্জয়ন্ত মার্কেটের পেছনে বৃক্ষরোপন কর্মসূচিও অনুষ্ঠিত হয় এদিন। দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণকে স্বচ্ছতার যে শিক্ষা দান করেছেন তা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রী জন্মদিনে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু সদর জেলাতেই নয় রাজ্যের সর্বত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।