নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : ত্রিপুরবাসীর স্বার্থে দিল্লিতে বড় পরিসরে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তাই, প্রয়োজনীয় জমি বরাদ্দের আর্জি নিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের দ্বারস্থ হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
সামাজিক মাধ্যমে এক বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা লেখেছেন, বর্তমানে দিল্লিতে দুটি ত্রিপুরা ভবন রয়েছে। কিন্তু সীমিত স্থানের কারনে নানান সমস্যা নিয়ে দিল্লীতে আসা অনেক ত্রিপুরাবাসীর ভবনে রুমের ব্যবস্থা সম্ভব হয় না। তাই, দিল্লির দ্বারকাতে বড় পরিসরে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে ত্রিপুরা সরকারের।
তিনি আরও লেখেন, আজ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হয়েছি এবং তাঁর সাথে নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় স্থান বরাদ্দ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রসঙ্গত, বর্তমানে দিল্লির চাণক্যপুরির কৌটিল্য মার্গ এবং বীর টিকেন্দ্রর জিৎ মার্গে দুইটি ত্রিপুরা ভবন রয়েছে।
ত্রিপুরার প্রচুর মানুষ চিকিৎসা, পড়াশুনা সহ বিভিন্ন কাজে প্রতিনিয়ত দিল্লি যাচ্ছেন। তাছাড়া, প্রতিনিয়ত সরকারি আধিকারিকরাও কাজের সুত্রে দিল্লিতে যাচ্ছেন। তাঁরা সকলেই ত্রিপুরা ভবনে থাকছেন। ফলে, প্রায় সময় রুমের সংকট দেখা দিচ্ছে। দিল্লিতে নতুন ভবন নির্মাণ হলে স্বাভাবিকভাবে ত্রিপুরার মানুষের অনেক উপকার হবে।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় উদ্যোগ ও দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রাজ্যের উন্নয়ন ও দক্ষতা বিকাশের বিষয়ে আলোচনা হয়। রাজ্যে দক্ষতা উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তাছাড়াও মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় আইন ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সাথেও সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রীর সাথে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।