উদয়পুর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শুক্রবার রাজস্থানের উদয়পুরে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, কিছু মানুষ ”মোহাব্বত কা দুকান” খুলতে গিয়েছিল, পরিবর্তে তাঁরা ”বিদ্বেষের মেগা মল” তৈরি করেছে। কেউ কেউ হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায় এবং ”সনাতন ধর্ম”কে চূর্ণবিচূর্ণ করতে চায়।”
কংগ্রেস শাসিত রাজ্যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “বিরোধী শাসিত রাজ্যগুলি নিজেদের রাজ্যে ভ্যাট আরোপ করেছে। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলি ভ্যাট কমিয়েছে। রাজস্থানে পেট্রোল সবচেয়ে দামি। রাজস্থানের মামুষজন পেট্রোল কিনতে নিজেদের সীমান্ত অতিক্রম করেন।”