BRAKING NEWS

স্বচ্ছতা বজায় রেখে চাকুরী হউক রাজ্যেঃ ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক

আগরতলা৷১৪ সেপ্টেম্বর : স্বচ্ছতা বজায় রেখে যুবকদের সাথে ছলচাতুরী না করে রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হউক রাজ্যে। জেআরবিটি গ্রুপ-সি এর ফলাফল প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথা বলেন বলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, ২০২১ সালের আগস্ট মাসে জেআরবিটি গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২ বছর অতিক্রান্ত হলেও ফলাফল প্রকাশ নিয়ে তালবাহানা করছিল দপ্তর। বিভিন্নভাবে এই ফলাফলের জন্য আন্দোলন করেছে এসএফআই, ডিওয়াইএফআই , টিএসএফ। শেষ পর্যন্ত এই ফলাফল ঘোষণা হলেও গ্রুপ-ডি এর ফলাফল এখনো বাকি। তিনি আরও বলেন, যে একটি সুত্র মারফত খবর রয়েছে রাজ্যে এই জেআরবিটি এর নিয়োগে নাকি ৪০ শতাংশ বহিরাজ্যের। যদিও এই বিষয়ে কোনো প্রমান তার কাছে নেই বলে জানিয়েছেন পলাশ ভৌমিক। তিনি বলেন, রাজ্যের বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা হলেই খুশি তারা। তবে তা অবশ্যই স্বচ্ছভাবে হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *