হাইলাকান্দি (অসম), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : যানবাহনের ফিটনেসের মেয়াদ অতিক্রান্ত গাড়িগুলির ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমে জরিমানা আদায় করে নিষ্পত্তিকরণের জন্য একটি কর্মসূচি হাইলাকান্দিতে অব্যাহত রয়েছে।
জেলার ডিটিও অফিস অর্থাৎ জেলা পরিবহণ আধিকারিকের কার্যালয়ে রেজিস্ট্রেশন করা যে সব যানবাহনের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ইতিমধ্যে পেরিয়ে গেছে, সেগুলির জরিমানা রেহাই করে এককালীন আদায় দিয়ে নিষ্পত্তি করতে এই স্কিমের সুযোগ নিতে আবেদন জানানো হয়েছে।
স্কিম অনুযায়ী ফিটনেসের মেয়াদ পেরিয়ে গেলে প্রতিদিন দুই চাকার যানবাহনের ক্ষেত্রে ১০ টাকা, বাণিজ্যিক ট্রাক্টরের ক্ষেত্রে ১৫ টাকা, চার চাকার যানবাহনের ক্ষেত্রে ২০ টাকা, ভারী যানবাহনের ক্ষেত্রে ২৫ টাকা প্রতিদিন জরিমানা ধার্য রয়েছে। মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলির মালিকদেরকে নটারি অ্যাফিডেভিট সহ জরিমানার ২৫ শতাংশ এমভি ট্যাক্স জমা দেওয়ার সংস্থান রয়েছে।
উল্লেখ্য, ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম শেষ হয়ে গেলে ফিটনেসের মেয়াদ পেরিয়ে যাওয়া গাড়িগুলির রেজিস্ট্রেশন রাজ্য সরকারের ২০২২ সালের যানবাহন স্ক্রেপেজ পলিসি অনুসারে বাতিল করার সংস্থান রয়েছে।