আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রোটিএন ই-গভ: টেকনোলজিস লিমিটেড ও অর্থ দপ্তরে উদ্যোগে প্রজ্ঞা ভবনে ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস (এনপিএস) উদযাপন করা হয়েছে।এদিনের আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন অর্থসচিব অপূর্ব রায়।
এদিন অর্থসচিব অপূর্ব রায় বলেন, এনপিএস একটা প্রকল্প। এমন একটা প্রকল্প যেখানে শুধু সরকারি কর্মচারিরা নন, নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
এদিন অনুষ্ঠানে অতিরিক্ত অর্থসচিব আকিঞ্চন সরকার বলেন, সামাজিক নিরাপত্তায় এনপিএস-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে প্রোটিএন ই-গভ: টেকনোলজিস লিমিটেডের জাতীয় প্রধান নীতিন যোশী বলেন, এনপিএস-এর কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেমে দেশের মধ্যে ত্রিপুরা বেস্ট পারফরমিং স্টেট হিসেবে পরিচিত।
তাছাড়াও এদিনের অনুষ্ঠানে অর্থসচিব এনপিএস গাইডলাইন সংক্রান্ত একটি বুকলেটের আবরণ উন্মোচন করেন

