ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা, দক্ষিণ ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি

রায়পুর, ১৩ সেপ্টেম্বর (হি.স) : দক্ষিণ ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার গভীর রাত থেকে ছত্তিশগড়ের রায়পুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির কারণে রায়পুরের বেশিরভাগ এলাকা জলের তলায় চলে যাওয়ায় জনসাধারণকে সমস্যায় পড়তে হচ্ছে। ছত্তিশগড় রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা।

রায়গড়, রায়পুর, গড়িয়াবন্দ, ধামতারি, মহাসমুন্দ সহ দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার, কোন্ডাগাঁও, দান্তেওয়াড়া, সুকমা, কাঙ্কের, বিজাপুর এবং নারায়ণপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী চারদিন ছত্তিশগড় রাজ্যে বর্ষা সক্রিয় থাকবে বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ে পয়লা জুন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৮৪৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১৮ শতাংশ কম। গত ৪১ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে চলতি বছর আগস্ট মাসে, বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ছত্তিশগড় অর্থাৎ বস্তারে ভারী বৃষ্টিপাত হয়েছে।