আসরের জন্য ত্রিপুরা দল ঘোষিত
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। অরুনাচল প্রদেশে অনুষ্ঠিত হবে ২১ তম পূর্বোত্তর ফিডে রেটিং দাবা প্রতিযোগিতা। ২১-২৭ অক্টোবর হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করা হয়েছে। আসরের সেরা দাবাড়ু পাবেন সুদৃশ্য ট্রফি সহ ১ লাখ টাকা। এছাড়া থাকবে বিভিন্ন বিভাগের পুরস্কার। মোট ৫ লাখ টাকা পুরস্কার থাকবে আসরে। আসরে অংশ নেওয়া ত্রিপুরার দাবাড়ুরা হলেন: নীল কুমার দত্ত, উমাশঙ্কর দত্ত, মেগনাস দত্ত, অভিজ্ঞান ঘোষ, সোমরাজ সাহা, অদ্রিজা সাহা, একান্তিকা সরকার, আয়ুষ সাহা, অভিনয় দেববর্মা, বিশাখালক্ষ্মী দেবরায়, প্রসেনজিৎ নমশুদ্র, সুশীল চক্রবর্তী, শিবাদ্রিতা দেবনাথ, পৃথ্বিরাজ সাহা এবং অদ্রিজা দেবনাথ। রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু ত্রিপুরা দল ঘোষনা করেন। এবং তিনি আশা করেন আসরে ভালো ফলাফল করবে ত্রিপুরা।

