গান্ধীনগর, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার গুজরাটের গান্ধীনগরে, রাজভবন থেকে ভার্চুয়ালি আয়ুষ্মান ভব অভিযানের সূচনা করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আয়ুষ্মান ভব অভিযানের লক্ষ্য হল, কেউ যাতে পিছিয়ে না থাকেন এবং কোনও গ্রাম যেন পিছিয়ে না থাকে – এই অভিযান আমাদের দেশকে সর্বজনীন স্বাস্থ্য প্রদানের লক্ষ্য অর্জনে সফল করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও।
রাষ্ট্রপতি এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘আয়ুষ্মান ভব’ প্রচারাভিযান ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীতে শেষ হবে। প্রধানমন্ত্রী নিজ কর্মকাণ্ডে মহাত্মা গান্ধীর ‘অন্ত্যোদয়’ ধারণাকে গুরুত্ব দিয়েছেন। অন্ত্যোদয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে শেষ গ্রামের শেষ মানুষটিকে স্বাস্থ্যসেবা দেওয়ার এই অভিযান।” রাষ্ট্রপতির কথায়, ‘আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা’ হল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প। বৃহৎ চিন্তা ও বড় কাজই বর্তমান ভারতের পরিচয়। ভারত অনেক ক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং কাজের পদ্ধতি গ্রহণে অত্যন্ত উত্সাহের সাথে এগিয়ে চলেছে।”
রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “ভারতের ডিজিটাল অর্থনীতি বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। এত বড় পরিসরে ছোট শহর ও গ্রামের মানুষকে ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করার উদাহরণ গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ইতিহাসে ভারতের সর্ববৃহৎ টিকা অভিযানের সমাপ্তি আমাদের দেশের স্বনির্ভরতা এবং দক্ষতার এক অভূতপূর্ব উদাহরণ। জনগণের অংশগ্রহণ এবং সকল স্টেকহোল্ডারদের সহযোগিতা অসম্ভবকে সম্ভব করেছে।”

