আগরতলা ১৩ সেপ্টেম্বর: কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল দুই দিনের রাজ্য সফরে এসে আজ সিপাহীজলা জেলা শাসক অফিসের সভাগৃহে সিপাহীজলা জেলার শিল্প-বাণিজ্য বিষয়ক প্রকল্প বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করেন । পর্যালোচনা বৈঠকে অংশ নেন বিধায়ক কিশোর বর্মন, বিন্দু দেবনাথ, তফাজ্জল হোসেন, অন্তরা সরকার দেব, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, রাজ্য শিল্প দপ্তরের অধিকর্তা ডক্টর বিশ্বশ্রী বি, রাবার বোর্ডের জয়েন্ট প্রোডাকশন কমিশনার শৈলজা কে, জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। রাজ্য শিল্প দপ্তর ও জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রীমতি প্যাটেল সংবাদ মাধ্যমের সামনে বলেন, উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে কেন্দ্রীয় মন্ত্রীদের উত্তর পূর্ব সফরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখা হয়। এর অঙ্গ হিসেবে তিনি ত্রিপুরায় এসেছেন। ভারত সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সিপাহীজলা জেলায় কতটা কার্যকর হচ্ছে, সুবিধাভোগীরা কিরকম সুবিধা পাচ্ছেন তা খতিয়ে দেখতেই আজকে পর্যালোচনা করা হয়।
তিনি জানিয়েছেন, ত্রিপুরার শিল্প উন্নয়নের জন্য তার মন্ত্রণালয় কিভাবে সহায়তা করতে পারে এবং কিভাবে রপ্তানি বৃদ্ধি করা যেতে পারে সেই বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তিনি জানান, রপ্তানিতে হিমালয় রেঞ্জের অন্তর্ভুক্ত রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা চতুর্থ স্থানে রয়েছে। বিগত দিনের তুলনায় সম্প্রতিকালে ত্রিপুরা থেকে রপ্তানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তিনি আরোও জানান, কেন্দ্রীয় শিল্প মন্ত্রক ত্রিপুরায় রপ্তানি বৃদ্ধির জন্য পরিকাঠামোগত ব্যবস্থার আরো উন্নয়ন করতে আর্থিক সহায়তা দেবে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্যাটেল বলেন যে, ত্রিপুরার প্রতিটি জেলার রপ্তানি পরিকল্পনা সরকার তৈরি করেছে। এতে এই রাজ্যের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। তিনি বলেন, প্রাকৃতিক রাবার চাষ ও উৎপাদন বৃদ্ধির জন্যও নিরলস কাজ চলছে । উত্তরপূর্বাঞ্চলে প্রাকৃতিক রাবারের চাষের এলাকা সম্প্রসারণ করে দুই লক্ষ হেক্টর এলাকায় রাবার চাষ করতে মন্ত্রক লক্ষ্যমাত্রা নিয়েছে। এই পর্যালোচনা বৈঠকের আগে তিনি সিপাহীজলা জেলার রংমালা এডিসি ভিলেজের অন্তর্গত শান্তারামপাড়ায় একটি ব্লক রাবার বাগান ও রাবার প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন।
উল্লেখ্য রাবার বোর্ডের সহায়তায়, বিশ্রামগঞ্জ থেকে ১০ কিমি দূরে সান্তারামপাড়া ব্লক প্ল্যান্টেশন প্রকল্পের অধীনে ১৫৭.৩৫ হেক্টর এলাকায় রাবার বাগান করা হয়েছে। সান্তারামপাড়া ব্লক প্ল্যান্টেশন ইউনিটের সকলেই উপজাতীয় সুবিধাভোগী। ১৯৯৫ সালে শুরু এই প্রজেক্টটি থেকে প্রথম রাবার ফলন শুরু হয় ২০০৩ সালে । বর্তমানে, ২০২২-২৩ এর হিসেবে অনুযায়ী, সান্তারামপাড়া ব্লক প্লান্টেশন ইউনিট ৯২.৪৫ লক্ষ টাকার রাবার শীট বিক্রি হচ্ছে।
প্রাকৃতিক রাবারের এই ইউনিটটি পরিচালনা করছে সান্তারামপাড়া রাবার উৎপাদক সমিতি (আরপিএস)। সান্তারামপাড়া ব্লক প্ল্যান্টেশন ইউনিটের সুবিধাভোগীরা অধিকতর দ্রুতগামী রাবার-ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন; কারণ একই প্রজন্ম গরিব চাষী থেকে ক্রমে ক্রমে রাবার চাষী থেকে রাবার উৎপাদনকারী এবং বাণিজ্যপতি জয়ে উঠেছেন, তারা এখন রাবার বোর্ডের সাহায্যপুষ্ট ট্রেডিং কোম্পানির ত্রিপুরা লেটেক্স প্রাইভেট লিমিটেডের অংশীদার।